পুকুরে ডুবে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু
মারুফ হাসান,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটে পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে আবিদ হোসেন (৩) নামে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার খাসবাট্রায় ডাক্তারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আবিদ হোসেন একই এলাকার শামীম হোসেনের ছেলে।
স্থানীদের সূত্রে জানা যায়, নিহত শিশুটি বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিল। বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল কখন যে পানিতে পরেছে কেউ তা দেখতে পায়নি। পরে দীর্ঘ সময়ধরে বাড়িতে শিশু আবিদকে না দেখতে পেয়ে মা-বাবা খোঁজাখুঁজি করে। সন্ধার আগ মুহূর্তে তাদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশু আবিদকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি)পলাশ চন্দ্র দেব,পুকুরে ডুবে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু আবিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy