হাবিবুল্লাহ পেকুয়া প্রতিনিধিঃ
জন্ম থেকে মৃত্যু অব্দি শত ঘাত প্রতিঘাত সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হয়।অধিকাংশ পুরুষ বিপথ গামী হয় স্ত্রীদের,অবজ্ঞায়, অবহেলায়।স্ত্রীরা বেশির ভাগই নিজ স্বামীর সাথে প্রতারণা করে, আপন মা,বোন এবং বড় ভাইদের প্ররোচনায়। অধিকাংশ সংসার ভাংগার পিছনে স্ত্রীদের এক ঘেয়েমী,স্বামীকে অবমূল্যায়ন করা,স্ত্রীর স্বার্থ স্বামীর নিকট থেকে আদায় করতে না পারা,অবাধে বেপরোয়া চলাচল এই সবই দায়ী। প্রত্যেকটা স্বামীই চায় তার স্ত্রী তাকে দেবতুল্যের মতো সম্মান করুক,তাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিক।কিন্তু হায় আফসোস! স্ত্রীরা কেন জানি এই সব অমিয় বাণী থেকে সরে যাচ্ছে। আর সংসারে জ্বলছে জাহান্নামের আগুন।বেশির ভাগ চাকুরী জীবি স্ত্রীরা(সবাই না) স্বামীকে একচ্ছত্র পরিবারের কর্তা মানতে নারাজ।তারা রুজিরুজগার করে বলে নিজেদের মধ্যে খুব অহংকার দানা বাধতে থাকে।স্বামী কিছু বলতে গেলেই ধমক দিয়ে বলে,"আমি কি তোমার খাই"?অতচ স্বামী ও চাকুরী করে ভাল মাইনে পায়।স্ত্রীর মাইনের দাম থাকলেও স্বামীর মাইনের দাম নেই বেশি কথা বলতে গেলে বলবে,তুমি তো আমাকে বিয়ে করেছ,আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার। তুমি আমাকে খাওয়াবে পরাবে এটা মেনেই আমাকে বিয়ে করেছ।প্রশ্ন করা হলে তুমি যে,চাকুরী কর সেটা কার হক্ক?উত্তর এটা বুঝার দরকার নেই।শুধু মাস শেষে বেতন টা আমার হাতে এনে দিও।বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বই পুস্তক সাহিত্য কবিতায় গাল গপ্পে স্থান পেলেও বাস্তবে আদো নেই।অধিকাংশ পরিবারেই স্বামীর চেয়ে স্ত্রীর কর্তিত্ত বেশি প্রাধান্য পাচ্ছে। বিয়ে সাদী বা অন্য কোন বিষয়ে এটা প্রকট ভাবে প্ররতিয়মান হচ্ছে। আজকাল পুরুষ কর্তৃক নারীরা যত টুকু নিগৃহীত হচ্ছে,তার চাইতে বেশি নারী কর্তৃক পুরুষ নিগৃহীত হচ্ছে। হয়ত অধিকাংশই লোকলজ্জার ভয়ে অপ্রকাশিত থেকেই যাচ্ছে। স্ত্রীদের এত বেশি বাড়াবাড়ির পিছনে সবচেয়ে বেশি দ্বায়ী বাংলাদেশের আইনি ব্যবস্থা। এদেশের আইন গুলো সমপূণ এক মুখি।একজন নারী যদি কোন পুরুষের উপর মিথ্যা অভিযোগ দেয় তাহলে আইন সেটা হাতে তুলে নেয়।বিচার এবং স্বাক্ষী প্রমাণের পূর্বে তো পুরুষ লোকটি আইনের চোখে আসামি। যত দিন পর্যন্ত বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন না ঘটবে তত দিন পর্যন্ত এদেশে স্ত্রী কর্তৃক স্বামী নির্জাতন চলতেই থাকবে।অধিকাংশ পুরুষ ধুকে ধুকে নিরবে নিভৃতে নিঃশেষ হয়ে যাবে।প্রতিটি নারীই মা বোনের সমতুল্য।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy