নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন-বার জয়পুরহাটে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভা ও পুলিশ লাইন্সে আধুনিক ডাইনিং মেসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'জনতার পুলিশ হিসেবে"এ বাহিনীকে রূপান্তরিত করার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড.বেনজীর আহমেদ-(বিপিএম)-বার"বিভিন্ন যুগান্তকারী কল্যাণধর্মী ও সংস্কার মূলক পদক্ষেপ নেয়ার ফলে প্রতিনিয়তই পুলিশের আধুনিক সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।
সোমবার (২৩ শে আগস্ট) দুপুরে জয়পুরহাটে জেলা পুলিশের আয়োজনে,জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জয়পুরহাট জেলা পুলিশ সুুপার মাছুম আহাম্মদ-ভূঞা-(পিপিএম)-সেবা'র সভাপতিত্বে, বিশেষ কল্যাণ সভা ও জেলা পুলিশ লাইন্সে আধুনিক ডাইনিং মেসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল বাতেন-বার এসব কথা বলেছেন।
সভায় ডিআইজি বাতেন আরও বলেন,বর্তমান সরকারের ডিজিটাল ও আধুনিক সকল উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশেরও সকল প্রকার আধুনিক উন্নয়ন করা হচ্ছে। এবং উন্নয়নের কারণেই প্রতিনিয়তই পুলিশের জন্য আধুনিক সুযোগ সুবিধাও বৃদ্ধি করা হচ্ছে বলে। উপস্থিত সকলকেই সুশৃঙ্খলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন এবং হয়রানিমুক্ত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায়- গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
পরিশেষে তিনি আরও বলেন, মাদক, ছিনতাইসহ যে কোন ধরণের অপরাধের সাথে যদি কোন পুলিশ সদস্য কোনভাবে জড়িত থাকে বা ন্যূনতম সংশ্লিষ্টতা পাওয়া যায়। তৎক্ষণাৎ তার বিরুদ্ধে কঠোরতম বিভাগীয় ও ফৌঁজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে পুলিশ কনস্টেবল থেকে ঊর্ধ্বতন পদ পাওয়ার প্রত্যেকের আবেদন নিবেদনের বিষয়গুলোও শোনেন এবং বিধি মোতাবেক দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এবং চলমান করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার সাথে সাথে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং নিয়মিত মাস্ক পরিধানের নির্দেশনাও প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন-বার।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ)মেহেদী ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ"লীগের সাবেক সাঃ-সম্পাদক এ্যাড. এসএম সোলায়মান আলী, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট চেম্বার-অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট ডায়েবিটিস সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা,জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী,এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল-পিপি,মোমিন আহম্মেদ চৌধুরী-জিপি, জেলা গোয়েন্দা বিশেষ শাখা (ডিএসবি) এর অফিসার ইনচার্জ কাওছার আলী, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম আলমগীর জাহান,আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক,ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নীরেন্দ্র নাথ মন্ডল, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেবসহ জেলা পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তা,রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দরা।
অনুষ্ঠানের আগে সোমবার সকালে জয়পুরহাট জেলায় বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন-বার-এর আগমন উপলক্ষে জেলা পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাদের সাথে নিয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ(পিপিএম)-সেবা ডিআইজি'কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধাহ্নে। মধাহ্ন ভোজের আয়োজন করা হয়। জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মধাহ্ন ভোজে আমন্ত্রিত সকল অতিথিরা অংশ নেয়।