মোঃ আসিফুজ্জামান সারাফাত, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ৩৯টি নাশকতা মামলা ও ডবলমুরিং থানা এলাকায় পুলিশের উপর হামলার মূলহোতা জামাত নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি গ্রেফতার।
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সামীম কবির ও সহকারী পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজের নেতৃত্বে, টিম স্পেশাল , টিম -৫১ এবং টিম -৪২ এর অফিসার ও ফোর্স যৌথ অভিযান পরিচালনা করে ৩৯টি নাশকতা মামলা ও ডবলমুরিং থানা এলাকায় পুলিশের উপর হামলার মূলহোতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত অধ্যক্ষ শামসুজ্জামান হেলালির নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় প্রায় ৩৯ এর অধিক নাশকতার মামলা রয়েছে।
তিনি গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনার অন্যতম মূলহোতা।
এছাড়াও ভিডিও ফুটেজে দেখা যায় উক্ত ঘটনায় সে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছে।
এটি ছাড়াও অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি গত ২৩ আগস্ট বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলাসহ বাকলিয়া থানার ২০২২ সালের একটি মামলার পলাতক আসামি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy