প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২১, ১১:২৪ পি.এম
পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন-আইজিপি ড.বেনজীর আহমেদ
শ্রী বিরেন চন্দ্র দাস,বিশেষ প্রতিনিধিঃ-
সারাদেশব্যপীর ন্যায় জয়পুরহাটে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার(০৫ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা পুলিশ লাইন্স একাডেমীর হলরুমে কর্মসূচির প্রধান অতিথি পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশ এর (আইজিপি) ড.বেনজীন আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পুলিশের পদমর্যাদা ভিক্তিক প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ ইনসার্ভিস ট্রেনিং সেন্টার এর অতিরিক্ত পুলিশ সুপার অসিত কুমার ঘোষ,জয়পুরহাট অতিরিক্ত নব-যোগদানকৃত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজিনূর রহমান,জয়পুরহাট সহকারী পুলিশ সুপার ইসতিয়াক আলম, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন,জয়পুরহাট জেলা কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ খানসহ জেলা পুলিশের বিভিন্ন পদের পুলিশ কর্মকর্তা বৃন্দ।
পদমর্যাদাভিক্তিক কর্মসূচীর প্রধান অতিথি পুলিশ প্রধান ড.বেনজীর আহমেদ কর্মসূচী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে।জয়পুরহাটে পুলিশের পদমর্যাদাভিক্তিক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত
জেলা পর্যায়ের উর্ধতণ পুলিশ কর্মকতাদের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের সকল পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া ও পুলিশ দ্বারা জনগণ যেন কোন ভাবেই হয়রানির শিকার না হয় এবং পুলিশকে জনগণের শাসক নয় সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে
বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy