রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter Instagram share
কুড়িগ্রামে পুলিশের সহযোগিতায় আব্দুল্লাহ আল মামুন(১)নামের এক শিশু ফিরে পেয়েছে তার মায়ের কোল।
Surjodoy.com
পুলিশ জানায়, বুধবার দুপুরে শরিফা আক্তার(২২), পিতা- শহিদুল আলম সাং-হাতিয়া ভবেশ, থানাঃ উলিপুর, জেলাঃ কুড়িগ্রাম অত্র চিলমারী থানায় আসিয়া অভিযোগ দায়ের করেন যে তার দুগ্ধ শিশুর নাম মোঃ আব্দুল্লাহ আল মামুন (১) কে তার শ্বশুরবাড়ির লোকজন আটক করে রাখে ।
The Daily surjodoy
অভিযোগটি পাওয়া মাত্রই চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম দ্রুত ফোর্স পাঠান শিশুটিকে উদ্ধার করার জন্য।
পরে এস আই কাইয়ুম আলী ও এ এস আই শহিদুল ইসলাম ফোর্সসহ চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল নতুনগ্রাম থেকে বিকেল সাড়ে ৫টায় আব্দুল্লাহ আল মামুন কে উদ্ধার করে তার মা শরিফা আক্তারের নিকট হস্তান্তর করা হয়েছে।
The Daily surjodoy
চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply