প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২১, ১২:৫৪ পি.এম
পুলিশের সহায়তায় মাদকাসক্ত পুত্রকে মাদক নিরাময়কেন্দ্রে দিলেন পিতা
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা জেলার খানজাহান আলী থানাধীন শিরোমনি গ্রামের তোরাব আলীর পুত্র আবু সাঈদ (২০) নেশাগ্রস্ত হওয়ার কারণে বুধবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয় বলে জানা যায় । তার পিতা তোরাব আলী বলেন আমার পুত্র আবু সাঈদ সঙ্গ দোষে নেশাগ্রস্থ হয়ে পড়েছে সে বিভিন্নভাবে নিজ পরিবার ও সমাজের ক্ষতিকারক হুমকি স্বরূপ হইয়া উঠিয়াছে । সে বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে। সেএকজন নেশাগ্রস্ত মানুষ তাহার কারণে সমাজের সুশীল মানব-মানবী একপ্রকার আতঙ্কে দিন কাটাচ্ছে তাহার উৎশৃংখল আচার-আচরণে নিজ পরিবার ও আশেপাশের সমাজ অতিষ্ঠ হইয়া উঠিয়াছে আমি ও আমার পরিবার তাকে বিভিন্ন কৌশলে ভালো বানানোর চেষ্টা করিয়া আসিতেছি কিন্তু তাতে তাহার কোনো পরিবর্তন আসেনি একপ্রকার পরিবারের চাপে পড়িয়া দীর্ঘদিন যাবত সে নিখোঁজ ছিল, হঠাৎ করে গত ২৮/১২/২১ ইং তারিখ থেকে এলাকায় ও এলাকার আশেপাশে তার উপস্থিতি দেখা যায়। খানজাহান আলী থানার এসআই জাকির হোসেন এর সহায়তায় বুধবার বেলা ১২ টার দিকে,
বান্দা বাজার লবণচরা শিপইয়ার্ড রুপসা সানমুন মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয় ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy