নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।
সর্বাগ্রে বাংলাদেশ, দেশমাতৃকার তরে অকাতরে নির্ভয়ে জীবন বাজি রেখে নির্মোহভাবে অসীম সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের নির্ভীক অকুতোভয় প্রতিটি সদস্য। সেই অব্যাহত গতিধারায় কুড়িগ্রাম জেলার ৩৩ জন বীর সদস্য দেশমাতৃকার অম্লান বদনে জীবন উৎসর্গ করেছেন।
কর্তব্যের তরে, গেলে যাঁরা, আত্মবলিদান- প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সন্মান- স্মৃতিতে অম্লান এই বোধের প্রত্যয়ে অদ্য ০১ মার্চ ২০২৩ তারিখ বুধবার পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের পুলিশ মেমোরিয়াল স্মৃতি ফলকে গার্ড অব অনার প্রদান করেন কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল। এরপর জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরমান হোসেন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব খান মোঃ শাহরিয়ার, ডিআইও-১ জনাব এ কে এম লিয়াকত আলী, ওসি ডিবি জনাব মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই (প্রশাসন) মোস্তাফিজুর রহমান সহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কুড়িগ্রাম জেলার ৩৩ জন বীর সদস্যের পরিবারের সদস্যবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দোয়া শেষে কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেশের তরে দশের তরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের সদস্যবৃন্দের অনেকেই তাদের সন্তান/বাবা/স্বামী/ভাই দের কর্মক্ষেত্রে বিভিন্ন বীরত্বগাথার স্মৃতিচারণ করেন।
আলোচনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার বর্গ। বক্তারা রাষ্টের বৃহত্তর কল্যানে ও নাগরিকদের নিরাপত্তার তরে বীর পুলিশ সদস্যদের বীর কাহিনী ও অকুতোভয় আত্মদানের স্মৃতিচারণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। স্মৃতিচারণ শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষে কর্তব্যরত অবস্থায় জীবনদান কারী বীর পুলিশ সদস্যদের পরিবারের হাতে হৃদয়ের গহীন থেকে সামান্য উপহার ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।