রাসেল চৌধুরী :
দেশের পুলিশের সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। হামলার হুমকি পাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, হামলার হুমকির বিষয়ে (বৃহস্পতিবার) বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর একটি উড়ো চিঠি আসে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে চিঠিটি আসে। এ সংক্রান্ত বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। জিডির সূত্র ধরে এ বিষয়টি তদন্ত করার জন্য ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) বলা হয়েছে। তারা এ বিষয়ে তদন্ত করবে।
চিঠিতে হুমকি দিয়ে কী লেখা আছে জানতে চাইলে মো. শহীদুল্লাহ বলেন, চিঠিতে বলা হয়— ‘বাংলা একাডেমি সংশ্লিষ্টদের ওপর ও বইমেলায় বোমা হামলা করা হবে। যাত্রাবাড়ীর বিভিন্ন হোটেলে দেহব্যবসা হয়, অথচ এ বিষয়ে পুলিশ কেন প্রতিবাদ করে না? সে কারণে পুলিশ সদর দপ্তরে হামলা করে পুলিশ হত্যা করা হবে।’
এদিকে শাহবাগ থানার সাধারণ ডায়েরিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় মাওলানা মো. সাইফুল ইসলামের সই করা বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।
এইদিকে বইমেলার নিরাপত্তায় ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে এ তল্লাশি চালানো হয়। পুলিশ বলছে, এটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ তল্লাশি চালানো হয়েছে।
শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, বইমেলা শুরুর আগেও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ডগ স্কোয়াড কে-৯ প্রতিদিন এ তল্লাশি কার্যক্রমে অংশ নেয়। আজও সেই ধারাবাহিকতায় তারা তল্লাশি করেছে।
১ ফেব্রুয়ারি বইমেলা শুরুর আগে নিরাপত্তা ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন, মেলায় জঙ্গি হামলার শঙ্কা নেই। তবে সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই জঙ্গি সংগঠনের নামে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি এলো। পুলিশ সূত্র বলছে, ২০ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁও থেকে ওই চিঠি পোস্ট করা হয়।
পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, জেএমবি ও আনসার আল ইসলাম ভিন্ন দুটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এ থেকে প্রাথমিকভাবে মনে হচ্ছে চিঠিটি ভুয়া।