‘পুলিৎজার জয়ী’ সাংবাদিক দানিশের চোখে বিশ্ব
শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদক,
‘ছবি কথা বলে’। ছবি শুধু আবেগ উদ্রেককারী নয়, ছবি সময়কে বন্দি করে। ছবি ফেলে আসা সময়ের কথা বলে। সে কথা শোনা যায় না, চোখ দিয়ে বুঝতে হয়। দানিশ সিদ্দিকীর ফ্রেমবন্দি এসব ছবি দেখলেই সেই মর্মার্থ বোঝা যায়।
পুলিৎজার বিজয়ী রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী, দায়িত্ব পালনরত অবস্থাতেই মারা যান তিনি। সে সময় আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবানের সংঘর্ষের ছবি তোলায় ব্যস্ত ছিলেন তিনি। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, এ সপ্তাহের শুরু থেকেই এ কাজে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে আফগানিস্তানের কান্দাহারে অবস্থান করছিলেন তিনি।
দানিশ একবার বলেছিলেন, ব্রেকিং স্টোরি জন্ম নেওয়ার মুহূর্তে মানুষের মুখাবয়বের স্থিরচিত্র ধারণ করার কাজটিই তার সবচেয়ে পছন্দের। তার কাজেও এর প্রমাণ মেলে। ভারত থেকে শুরু করে উত্তর কোরিয়া- তার ক্যামেরায় বন্দি করেছেন বিশ্বের নানা প্রান্তের মানবিক অনুভূতি। মানেন নি কোনো বাঁধা। কখনও ফ্রেমবন্দি হয়েছে নেপালের ভূমিকম্প, কখনও দিল্লির দাঙ্গা, হংকংয়ের প্রতিবাদ। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে চিতা জ্বলার ছবিও উঠে এসেছে তার ক্যামেরায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy