কক্সবাজারে পেকুয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মিজানুর রহমান নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহীর ছেলে ও পেকুয়া বাজারস্থ এসডি সিটি সেন্টারের ফারুক জোন নামে একটি কসমেটিকস দোকানের কর্মচারী।
জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে পেকুয়া বাজার ইউনিয়ন পরিষদস্থ সংলগ্ন পূর্ব বাইম্যাখালী এলাকায় একটি ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করে।
এর আগে তার ফেসবুক আইডি থেকে দুইটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে লেখা ছিল ‘বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম এবং পারলে ক্ষমা কবরেন, স্বপ্নগুলো পুরণ হলোনা। এমন দুইটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মিজানুর রহমান নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এমন দুইটি হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে যায় মিজানুর রহমান নামের ওই যুবক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশটি উদ্ধার করতে ভাড়া বাসায় অবস্থান করছেন।
তার পিতা আশেক এলাহী বলেন, ছেলে সকালে বাড়িতে বিকেলে দোকানে চলে এসেছে। ছেলের ফেসবুক পোষ্ট এবং আত্মহত্যার কারণ কি সেই বিষয়ে অবগত নন বলে জানান।
উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমাণ গনি বলেন, ছেলেটি খুব ভদ্র ও শিক্ষিত। কেন আত্মহত্যা করেছে তা আমরা বুঝতে পারছিনা।
পেকুয়া থানার ওসি ওমর হায়দার বলেন, লাশটি উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ কি সেই বিষয়ে ময়নাতদন্তের পর জানা যাবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy