এম হাবিব, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় সরকারি বাগানের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে জাফর আলম (৬০) নামের এক বৃদ্ধ শ্রমিকের করুন মৃত্যু। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বারবাকিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ের তুলাইম্মা খোলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে নিহত জাফর আলম পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আবাদি ঘোনা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন বলেন, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতায় হলদিয়ার ঘোনা এলাকায় সরকারি বাগান সৃজনের কাজ চলছিল। নিহত জাফর আলমসহ আমরা বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ তিনটি বন্যহাতি সামনে পড়ে। এসময় একটি বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক ২০২১-২২ অর্থ বছরের হলদিয়ারঘোনা এলাকায় বাগানে চারা রোপন কাজ চলছিল। জাফর আলম বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন। ইউএনও ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ নিহতের।পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy