এম হাবিব পেকুয়া প্রতিনিধি :
ইউনিয়ন জুড়েই চলছে তাদের উৎপাত, তাদের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছে ইউনিয়নের সাধারণ লোকজন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠতি বয়সের ছেলেরা সৃষ্টি করেছে এই কিশোর গ্যাং। এই সব কিশোর গ্যাংয়ে স্কুল কলেজে পড়ুয়া ছাত্রদের জড়িয়ে তাদেরকে দিয়ে চালিয়ে যাচ্ছে মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধজনিত কাজ।
এসব ভয়ংকর কিশোর গ্যাং এর হাতে জিম্মি হচ্ছেন সাধারণ পাবলিক।
গত ২৪ই ফেব্রুয়ারী বিকেল আনুমানিক ৩ টায় টইটং পুরাতন ইউনিয়ন পরিষদের উত্তরে(ক্রিয়েটিভ একাডেমি কোচিং সেন্টারের) সামনে টইটং বড় পাড়া রাস্তার মাথায়, টইটং ইক্বরা স্কুলের সহকারী শিক্ষক, চট্টগ্রাম মহসিন কলেজের গনিত বিভাগের, কলেজিয়েটর সাবেক মেধাবী শিক্ষার্থী(আসাদুল ইসলাম ফাহিম কে) হত্যা প্রচেষ্টা চালায় কিশোর গ্যাং এর দুই সদস্য।
অনেকে আবার জড়িয়ে পড়ছে মাধকের মত একটি নেশার সাথে যা মানুষের জীবনকে নষ্ট করে দেয় । মাদকের নেশার টাকার জন্য অনেকে জড়িত হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই এর মত বিভিন্ন ধরণের অপরাধের সাথে।
এসব কিশোর গ্যাং এর সদস্যগণ স্কুল কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া ছাত্রীদের বিভিন্ন ভাবে উক্ত্যাক্ত করে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে জড়ো হয়ে প্রকাশ্যে সিগারেট টানতে দেখা যায়। কেউ কিছু বললে উল্টো তাদের উপর হামলা চালআয়।বিভিন্ন এলাকাসহ ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় এমন হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে এখানে প্রশাসনিক তেমন কোন তৎপর না থাকায় এর প্রভাব দিন দিন এর বাড়ছে।
অভিযোগ রয়েছে এসব কিশোর গ্যাং সদস্যদের পরিচালনা করেন কিছু প্রভাবশালী ব্যাক্তি। এদের দিয়ে চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কাজ ।
এতে এসব অপরাধীদের দাপট আরো বেশি বেড়ে যায়। যার ফলে মান সন্মানের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। দু’এক জায়গায় এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনেককে খাবার ঘটনাও ঘটেছে।
তাই প্রশাসনের নিকট ইউনিয়নের বিভিন্ন এলাকার সচেতন সমাজের দাবী জরুরী ভিত্তিতে উপরস্থ মহল অভিযান পরিচালনা করে এসব কিশোর গ্যাং সদস্যদে তৎপরতা বন্ধ না করলে, ভবিষ্যতে এটি ভয়াবহ আকার ধারণ করবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy