পেকুয়া প্রতিনিধি (কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়ায় মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সামশুদৌহাসহ বালি সিন্ডিকেটের মালিকনাধীন অবৈধ বালি মহালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ড্রেজার মেশিন ও রক্ষিত বাসা ধ্বংস করার পাশাপাশি আটক এক জনকে দুই মাসের সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্র�
Leave a Reply