এম হাবিব পেকুয়া প্রতিনিধি :-
কক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে বৈদ্যুতিক আগুনে দুই সহোদরের বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে।
বৃহস্পতিবার ৪ নভেম্বর রাত ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পেকুয়া শেখেরকিল্লা ঘোনা এলাকার মৃত কাছিম আলী’র দুই ছেলে বেলাল উদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে ধারণা করা হচ্ছে এই আগুনের সূত্রপাত বিদ্যুৎ থেকে। সে কারণে কেউ আগুন নেভাতে সাহস করেনি। তবে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
বাড়ির মালিক বেলাল উদ্দিন বলেন, আমি পাশের একটি দোকানে বসা ছিলাম । হঠাৎ করে বাড়ির লোকজন ও স্থানীয়দের চিৎকার চেচামেচি শুনে ছুটে আসি। কিন্তু ততক্ষণেই আমরা দুই ভাইয়ের বাড়ি আগুন পুড়ে ছাই হয়ে গেছে । নগদ টাকা,স্বর্ণালংকার,ফার্নিসারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের।
বাড়ির অপর মালিক আয়েশা ছিদ্দিকা বলেন, আমি রাতের খাবার খেয়ে প্রবাসী স্বামীর সাথে কথা বলছিলাম। হঠাৎ রান্না ঘরে শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখি বাড়ির চারদিকে আগুন লেগেছে। খুব দ্রুত ছেলেমেয়েদের নিয়ে বাইরে চলে আসি। মুহূর্তের মধ্যেই সমস্ত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিছু রক্ষা করতে পারিনি।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুবুল করিম বলেন,আমি খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসি। বৈদ্যুতিক আগুনে দুই ভাইয়ের বসতবাড়ি নিমিষেই শেষ হয়ে যায়। আমি আমার যথাসাধ্য সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশেপাশের অনেক বাড়িঘর পুড়ে যেত। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy