হাবিব পেকুয়া উপজেলা প্রতিনিধিঃ:
সম্প্রতি কুমিল্লার পূজা মণ্ডপে মন্দিরে কোরআন রাখা নিয়ে ঘটে যাওয়া সম্প্রতীতি নষ্টের জের ধরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে মিয়া পাড়া পূজা মণ্ডপে শৃঙ্খলা নষ্ট ও পুলিশের কাজে বাধা প্রদান বলে পেকুয়া থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমুলক মামলায় অজ্ঞাতনামা আসামি বলে উদ্দেশ্য প্রনোদিত হয়ে গভীররাতে বিনা ওয়ারেন্ট সাইদুল মোস্তাকিম বাবু র (১৭) বাসায় তল্লাশি চালিয়ে কোন মামলা ছাডা গ্রেফতার করে।সাইদুল মোস্তাকিম পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের দুই নং( ০২)ওয়ার্ড় নতুন পাড়ার বাসিন্দা,কলেজ পড়ুয়া শান্ত প্রিয় মেধাবী ছাত্র এবং ২০২১ সালের এইচএসসি পরিক্ষার্থী।ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে টইটংয়ে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সহিংসতা না ঘটা সত্তেও, নিরঅপরাধ একজন কলেজ ছাত্রকে অহেতুক হয়রানী মূলক গ্রেপ্তার করে। ষড়যন্ত্র মূলক গ্রেপ্তারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান টইটং ইউনিয়ন বি,এন,পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply