প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২১, ১২:২৯ পি.এম
পেটের ভেতর থেকে বেরিয়ে এলো হাজার হাজার ইয়াবা

সোমেন সরকার,
চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়া ৫ হাজার ৩৯০ পিস পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা কিশোরকে আটক করেছে র্যাব।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের মৌলভীর দোকান জাফর আহমদ চৌধুরী এলাকা থেকে তাদের আটক করা হয়। একই অভিযানে আরও তিন রোহিঙ্গাকে আটক করে তারা। তবে তাদের কাছে কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে তাদের পেট থেকে বের করা হয় হাজার হাজার ইয়াবা।
ইয়াবাসহ আটকরা হলো- তারেক (১৯), আব্দুল শুক্কুর (২৪) ও নুর হাসান (১৪)
এছাড়া আটক অন্য তিন কিশোর হলো, বশির আহমদ (১৪), মো. আয়াস (১৩) এবং শামসুল আলম (১৪)। তারা সবাই টেকনাফের ২৪ নম্বর লেদা ক্যাম্পের বাসিন্দা।
জানা গেছে, র্যারের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টহল ডিউটির সময় খবর পায় হানিফ পরিবহনের একটি বাসে করে ইয়াবা পাচার হচ্ছে। তথ্যানুযায়ী হানিফ পরিবহনের বাসটি মহাসড়কের মৌলভীর দোকান জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে পৌঁছলে র্যাবের সংকেতে থামে। পরে র্যাব বাসের হেলপারের সহযোগিতায় পুরো বাসে তল্লাশি শুরু করে।
এক পর্যায়ে বাসের শেষ প্রান্তে জে-ওয়ান থেকে জে-থ্রি পর্যন্ত সিটে তিন কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন উত্তর দেয়। একপর্যায়ে গ্রেপ্তার তারেক বমি করে ৯ প্যাকেট ইয়াবা বের করে দেয়। আটক অন্যান্যরাও স্বীকার করে নেয় তাদের পেটে ইয়াবা আছে।
তখন রাত ৯টার দিকে তাদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়। পরে চিকিৎসকের পরামর্শে এক্সরে করে পেটে ইয়াবা থাকার সত্যতা পেলে ডাক্তারের দেওয়া ওষুধ খাইয়ে ধীরে ধীরে গ্রেপ্তার আসামিদের পেট থেকে ৪ হাজার ৯৪৯ পিস ইয়াবা বের করে করে আনা হয়।
জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পেটের ভেতরে করে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
আজও তারা আলী হোসেন নামে এক ব্যক্তি থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির জন্য নিচ্ছিল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy