গ্রেফতাররা হলেন- মোহাম্মদ রাজু ওরফে রাসেল, মোহাম্মদ আল আমিন, নাসরিন আক্তার, মহরম আলী ও মোহাম্মদ সিরাজ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গোপন তথ্যে ডুবাই অলার কলোনীর নাসরিন আক্তারের ঘরে অভিযান চালানো হয়। ওই সময় ৩৬টি চোরাই মোবাইলসহ রাজু, আমিন ও নাসরিনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে মহরম ও সিরাজকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নগরীর সানমার ওশান সিটি, রিয়াজউদ্দিন বাজার, তামাকুন্ডি লেন, কর্ণফুলীর ইত্যাদি শপিং সেন্টার, শাহ আমানতসহ বিভিন্ন মার্কেটে চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy