নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামুল্যে আইনি সেবার দ্বার উম্মোচন” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে নেতৃত্বদেন ইউএনও সালমা আক্তার। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, স্কাউট সম্পাদক গোলাম রাব্বানী সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।