“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় র্যালী, অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এতে নেতৃত্বদেন ইউএনও সালমা আক্তার। র্যালি শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার, সহকারি কমিশনার (ভুমি) মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা আল আমিন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পোরশার টিম লিডার মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় একটি চৌকসদল দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত সচেতনতামুলক একটি মহড়া প্রদর্শন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ মহড়া প্রতক্ষ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy