নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিব গণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) ঢাকা এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিনব্যাপীপ্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিপিএ।
এসময় ইউএনও সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ইউআরনি ইনিন্সট্রাক্টও কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার উপস্থিত ছিলেন। দু’টি ভেন্যুতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষনে উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং সচিবগণ অংশ গ্রহণ করছেন বলে সংশ্লিষ্টরা জানান। পরে জেলা প্রশাসক ছাওড় ইউনিয়ন পরিষদ, ছাওড় আশ্রয়ন প্রকল্প ও তেঁতুলিয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।