পোরশায় গাঁজার গাছ’সহ এক ব্যাক্তিকে আটক
নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
Facebook Twitter share
নওগাঁর পোরশায় গাঁজার গছসহ এক ব্যক্তিকে আটক করেছে পোরশা থানা পুলিশ। থানা সূত্রে জানা হাই যে আজ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে পোরশার গাংগুরিয়া বাজার থেকে অভিযান চালিয়ে গাঁজার গছসহ তাকে আটক করে।
Surjodoy.com
আটককৃত হলো পোরশা উপজেলার গাংগুরিয়া বাজার
গ্রামের হাসান মোল্লার ছেলে নজরুল ইসলাম (৫৫) এ বিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করেন।
The Daily surjodoy
গোপন সংবাদে আমরা জানতে পেরে সেখানে এস, আই, রুস্তুম আলী এ,এস,আই মজিদ কনস্টেবল সুজন ও রুবেল সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গাঁজার গাছ’সহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবারে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
Leave a Reply