নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় আওয়ামী লীগের উদ্যেগে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার নিতপুর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ পূর্বে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে অবস্থিত চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে নিতপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, শিক্ষা বিষয় সম্পদাক আবুল কালাম শাহ্, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান সহ নেতাকর্মী বৃন্দ।