নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মাস্টারপাড়ার নীরিহ কৃষক গাজিউর রহমানের ৪ বিঘা জমির বোরোধান প্রতিপক্ষরা কীটনাশক দিয়ে ঝলসে দিয়েছে।
তারা দাম্ভিকতার সাথে বলে বেড়াচ্ছেন ধান ঝলসানোর কথা। এ বিষয়ে গাজিউর বিচার চেয়ে ধরনা দিচ্ছেন বিভিন্ন জনের কাছে। কিন্তু কোথাও বিচার না পেয়ে অবশেষে গানইর গ্রামের ৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাজিউর চলতি মৌসুমে উপজেলার অনন্তপুর মৌজার ৬৩৩ দাগে ২ একর জমি নিতপুর বাঙ্গাল পাড়ার আলী হোসেনের কাছে লিজ নিয়ে বোরোধান রোপণ করেন। এর মধ্যে ১ একর ৩৩ শতাংশ জমিতে কীটনাশক প্রয়োগ করে ধান ঝলসে দেন প্রতিপক্ষরা। এতে তার ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম শাহ্ কৃষক গাজিউর তার কাছে আবেদন করার কথা স্বীকার করেন। এব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।
Leave a Reply