পোরশায় করোনা প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা
নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
Facebook Twitter share
নওগাঁর পোরশায় করোনা প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। তিনি মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা প্রতিরোধ কমিটির সভায় গৃহিত প্রস্তাব সমূহ উপস্থাপন করেন।
এ সময় সভায় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী উপজেলার সকল নাগরিককে সতর্ক থাকতে এবং সভায় উপস্থিত সকল কর্মকর্তাকে করোনা প্রতিরোধে একযোগে কাজ করার জন্য বলেন। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এ উপজেলা করেনামুক্ত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইউএনও নাজমুল হামিদ রেজা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থাপিত প্রস্তাব সমূহ সিদ্ধান্ত আকারে গৃহিত হলে উপজেলার সার্বিক করোনা পরিস্থিতি প্রতিরোধে সকল কর্মকর্তাকে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।
এ সময় উপস্থিত সকল ইউপি চেয়ারম্যানদের তিনি করোনা প্রতিরোধ কমিটি সচল রাখার জন্য বলেন। তিনি আরও জানান, আম মৌসুম হওয়ার কারণে চাঁপাই নবাবগঞ্জ থেকে আসা সকল নাগরিকের করোনা নেগেটিভ সনদ দেখে উপজেলায় প্রবেশ করাতে হবে। এছাড়াও বাধ্যতামুলক মাস্ক পরার কথা বলেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের অনুরোধ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy