ক্ষমতার জোরে পুর্বের রাস্তা বন্ধ করে,নিজেই আবার রহন পুরের ডাকাত দল নিয়ে আসিয়া রাতারাতি চলার রাস্তায় বাথরুম তৈরী করে গানইর গ্রামের মোঃ মনির খান,(৩০) পিতা মোঃ জিল্লুর রহমান।ফলে গমনাগমনের সমস্যা হবে বলে,এলাকার জনগন জানায়। গতরাতে মোঃ মনির খান(৩০)রহনপুর থেকে ডাকাত মোঃ মোমিন,পিতা মৃতু ফনি,গ্রাম রহন পুর তিনি ডাকাত দলের সর্দার ও তার নেতৃত্বে প্রায় ৪০ জন এর অধিক ডাকাত সাথে লাঠি হাসুয়া থাকায় এলাকার লোক জন ভয়ে কিছু বলতে পারেনী। স্থানীও লোকজনের কথা আমরা ভয়ে তাদের কোন কথা বলতে পারিনী,কারণ তৎক্ষণিক কিছু অঘটন ঘটিয়ে দিলে,কিছু করার থাকতো না। তাই তারা তাদের লাঠি হাসুয়ার ভয়ে চুপ চাপ যে যার ঘরে চলে যায়। এমন্তোবস্থায় তারা রাতারাতি দুইটা গর্ত করে,৬ (সেলাপ/ঋন)বসিয়ে সেলাপ ঢাকনা দিয়ে ঢেকে দেই।এবং গতকাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম,১নং নিতপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ মোঃ আবুল কালাম চৌধুরী।ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান মেম্বার। এবং ছাত্রলীগ সদস্য মনিরুল ইসলাম বাদশা,
ও মোঃ রফিকুল ইসলাম রফিক(কবিরাজ)প্রমুখ।
তাৎক্ষণিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাসান আলী সেলাপের ঢাকনায় ভুলবশত পাঁ পড়িলে,ভেঙ্গে গর্তে পরে যায়। এবং তিনি সাথে সাথে উঠার চেষ্টা করলেও কয়েকজন হাত ধরে তাকে উপরে উঠাই,তাৎক্ষণিক তার পাঁয়ের চামড়া উঠে,রক্তে প্রবাহ সৃষ্টি হয়। ১নং নিতপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ আবুল কালাম চৌধুরী বলেন, উক্ত রাস্তাটির মীমাংসা হয়ে গিয়েছিল, ফলে রাস্তা থাকবে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছিল। কিন্তু সেই সালিশ অমান্য করে তারা নিজে ক্ষমতার বলে,এখানে বাথরুমের সেলাপ বসিয়ে মরণ ফাঁদ তৈরী করেছে।যা তাৎক্ষণিক চোখের সামনে ঘটে গেল।স্থানীও জনগণের দাবি,তারা এর সুষ্ঠ মীমাংসা চাই।যেন রাস্তাটি অব্যাহত থাকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy