পোরশায় জমে উঠেছে আমের ব্যবসা
নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
Facebook Twitter share
নওগাঁর পোরশায় জমে উঠেছে আমের ব্যবসা। ক্রেতা-বিক্রেতাদের সমাগমে সরগরম হয়ে উঠেছে আমের আড়তগুলো।
এ মৌসুমে পোরশা উপজেলায় প্রায় ৮০০ কোটি টাকার আম বেচাকেনা হবে বলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন। ফলে চাঙ্গা হচ্ছে পোরশার অর্থনীতি।
Surjodoy.com
এ উপজেলার আড়তগুলো থেকে প্রতিদিন অর্ধশতাধিক ট্রাক আম ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকার বড় বাজারগুলোতে যাচ্ছে। বাজারগুলোতে আমের চাহিদা থাকায় আম ব্যবসায়ীরা ভালো মুনাফা পাচ্ছেন। করোনার সময় আমের দাম কিছুটা হলেও ভালো পাওয়ায় আম চাষিরাও খুশি।
The Daily surjodoy
তবে চলতি মৌসুমে আম ব্যবসার ক্ষেত্রে তারা প্রশাসনের সর্বাত্মক সহযোগীতা চান। আম ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ী, বাগান মালিক, গাছ থেকে আম নামানো, ঝুঁড়িতে আম সাজানোসহ ট্রাকে লোড করার কাজে এলাকার কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। গাছ থেকে আম নামানো কাজে নিয়োজিত শ্রমিকরা আম বাজারজাতকরণের জন্য প্যাকেট করতে ব্যাস্ত।
একটুও যেন ফুরসত নেই তাদের। আর এই আমের কারণে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের মত চাঙ্গা হচ্ছে এ উপজেলার অর্থনীতি।
The Daily surjodoy
উপজেলার নোচনাহার বাজার, সরাইগাছী মোড়, পোরশা মিনাবাজার আড়তের মোড়, তেঁতুলিয়া বাজার আমের আড়ৎ ঘুরে দেখা গেছে, আড়তগুলো ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখরিত। গোপালভোগ, খিরসাপাত ও ল্যাংড়া জাতের আম বেচাকেনা হচ্ছে। ভালমানের আম প্রতি মণ গোপালভোগ ও ল্যাংড়া বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০টাকা ও ভাল মানের খিরসাপাত (হিমসাগর) বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায়।
The Daily surjodoy
নোচনাহার বাজারের আম আড়ৎদার একতা সমবায় সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন জ
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy