নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় ট্রাক্টর (কাঁকড়া) চাপায় শুভো (২৪) নামে এক লেদ মিস্ত্রী নিহত হয়েছেন। সে মর্শিদপুর ইউনিয়নের নরসিংদী গ্রামের এনামুলের ছেলে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় আনোমানিক সাড়ে ছয়টায় শিশা বাজার পেট্রলপাম থেকে তার মোটরসাইকেল তেল তুলে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলে অপর দিক থেকে আসা ট্রাক্টর’টি দ্রুত গতিতে তাকে ধাক্কা দেয়।
ফলে মোটরসাইকেল আরোহি শুভো রাস্তায় পড়েগেলে ট্রাক্টরটি শুভোকে চাপা দেয়। এতে শুভো ঘটনা স্থলেই মারা যায় ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।