নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা কালাইবাড়ি উচ্চবিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সংশ্লিষ্ট বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ওই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাইদ।
প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা। বিশেষ অতিথি ছিলেন নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্। সহকারি শিক্ষক আল মামুনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব।
এর আগে প্রত্যেক পরীক্ষার্থীকে কলম ও হাডবোর্ড উপহার হিসাবে দেওয়া হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুল ওয়াদুদ, মোবারক হোসেন প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহম্মেদ, কালাইবাড়ি সরনকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সহকারি শিক্ষক ইসাউল হক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, এ বছর সংশ্লিষ্ট বিদ্যালয় হতে ২১ জন ছাত্রী ও ৪ জন ছাত্র সহ ২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।