নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা 11টার সময় পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের এসরাইল এর ছেলে তাজামুল ও মুনিরা বেগম বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম মোঃ শাহিন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাড়ির বারান্দায় মায়ের সাথে খেলা করছিল শিশু শাহিন। ঘর থেকে বিদ্যুতের লাইন বের করে টেবিল ফ্যানে বাসাত খাচ্ছিলেন মা ও ছেলে। এমতাবস্থায় ছেলেকে ফ্যানের কাছে বসিয়ে রেখে পুকুর ঘাটে শপ ধোয়ার কাজে যান মুনিরা বেগম। ঠিক সেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।
ছোট্ট শিশু শাহিন না বুঝেই বিদ্যুৎ লাইনের মাল্টিপ্লাগের সকেটে হাত দিয়ে দেয়। বাইরে থেকে কাজ শেষ করে এসে মা মুনিরা বেগম দেখে বিদ্যুৎস্পৃস্ট হয়ে আছে। কোন কিছু না বোঝেই ছেলেকে বাঁচাতে ছুটে আসে মা। ছেলেকে ধরতে গিয়ে নিজেও সর্ক খায়।
পরে লাইন অফ করে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন। এঘটনাই নিহতের পরিবারে বইছে শোকের মাতন। অসাবধনাতার কারণেই এমন মৃত্যু বলছেন এলাকাবাসী। এ বিষয়ে সবাইকে সজাগ থাকারও অনুরোধ জানান তারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy