নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে সর্দিজ্বর ও কাশি। এতে প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে বসবাসরত পরিবারের কোন না কোন সদস্য আক্রান্ত হয়েছেন। এ রোগটি কিজন্য ছড়িয়ে পড়ছে তা কেউ বলতে পাচ্ছেনা। তবে সর্দিজ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে এপর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সর্দিজ্বরে আক্রান্ত কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, প্রথম অবস্থায় শরীর ব্যাথা দিয়ে শুরু হচ্ছে এবং পরবর্তীতে সর্দিজ্বর ও কাশি আরম্ভ হচ্ছে। তবে নাপা জাতীয় কিছু ঔষুধ সেবনের মাধ্যমে সহজেই এ রোগ সেরে যাচ্ছে। আবার অনেকে বলছেন আক্রান্ত অনেকের ৭-২১ দিন পর্যন্ত এ রোগ থাকছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান জানান, সেজনাল ফ্লু এর কারনে এ রোগ হচ্ছে। তিনি জানান, হাসপাতালের বর্হিবিভাগে আগের তুলনায় সর্দিজ্বর ও কাশির রোগি অনেক বেড়েগেছে। তারা আক্রান্তদের যথা স্বাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে এ রোগে আক্রান্তদের কোন ভয় নেই বলে তিনি জানান।