উপজেলা প্রাণীসম্পদ অফিসের প্রকল্প কর্মকর্তা গোলাপের ভুল চিকিৎসায় নওগাঁর পোরশায় লক্ষ টাকা দামের একটি গাভি মারাগেছে। এই ঘটনাটি ঘটেছে তেঁতুলিয়া ইউনিয়নের বড়রনাইল গ্রামে। গাভিটির মালিক নুরুজ্জামান জানান, কিছুদিন আগে প্রায় এক লক্ষ টাকা দিয়ে তিনি একটি গাভি ক্রয় করেন।
ইতোমধ্যে গাভিটি সাড়ে ৮ মাসের গর্ভ হয়েছিল। কিন্তু কয়েকদিন আগে তার গাভিটির মুখে সামান্য ঘা দেখাদেয়। ফলে তিনি স্থানীয় এক গরু চিকিৎসককে ডেকে চিকিৎসা করতে চাইলে উপজেলা প্রানী সম্পদের প্রকল্প কর্মকর্তা গোলাপ এসে চিকিৎসা করেন।
এরই পরই গাভিটির শরীরে জ্বর হয়। এতে আবারও প্রকল্প কর্মকর্তা গোলাপ বৃহস্পতিবার এসে পরপর তিনটি ইনজেকশন করলে পরবর্তীতে গাভিটির অবস্থার অবনতি হতে থাকে। ফলে গাভিটি সোমবার দুপুরে মারা যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy