পোরশায় ভূমি অফিসে অনিয়মের অভিযোগ
নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
Facebook Twitter share
নওগাঁর পোরশায় এর আগেও অনিয়মের তথ্য তুলে ধরা হলেও এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপের দেখা মেলেনি। সেবাকর্ম নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়।
সেই সাতে পোরশা উপজেলা ভূমি অফিসে অনিয়মের ছরাছরি যা সাধারণ মানুষকে পহাতে হচ্ছে, মোসাঃ জোসনা খাতুনের পক্ষে থেকে জানান মোক্তন আলী আমি গত ২২/০৬/২০২০ই তারিখে পোরশা ভূমি অফিসে খারিজের জন আবেদন করি।
The Daily surjodoy
যার আবেদন নং ১৮৭৭৯৭২,কেস নং ৮৯৭ উক্ত আদেনের কাজের অগ্রগতি জানতে চাইলে গত ০৩/০৬/২০২০ ইং তারিখে অত্র অফিসের সার্ভেয়ার বিকাশ কুমার তার অফিসের দক্ষিণ দিক জানারায় আসতে বলেন।
আমি দক্ষিণ দিক জানালার দিকে দাঁড়িয়ে পড়ি সেই সাতে বিকাশ কুমার বলেন খারিজের জন্য ৩,০০০/= (তিন হাজার) টাকা চাইলে আমি দিতে অ’সম্মতি হলে
আমাকে ধমক দিয়ে অফিসের এরিয়া থেকে বেরহতে বলেন। পরবর্তীতে আবেদনটির খোজ নিলে জানতে পারলাম যে, আমার আবেদনটি বাতিল করা হয়েছে।
The Daily surjodoy
আবার নতুন করে গত ১৫/১০/২০২০ ইং তারিখে খারিজের জন্য আবেদন করি যার কেস নং ৩৯৭ ৷ অত্র আবেদনটি কাজের অগ্রগতি জানতে চাইলে তা ব্যস্ত থাকার কথা বলে ফিরিয়ে দেয়।
এইভাবে দিনের পর দিন আমাকে ঘুরাতে থাকেন পরবর্তীতে আমার কাছ থেকে ৫০০/=(পাঁচশত টাকা) বিকাশ কুমার ধমক দিয়ে গ্রহন করেন,এর পরেও কাগজের গড় মিল দেখিয়ে খারিজের আবেদনটি বাতিল করেছেন।