নওগাঁর পোরশায় ৩০ পিচ ইয়াবা সহ আসিয়া বেগম (৫৫), ইলমা বেগম (৩৫) মা ও মেয়ে দুই নারীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। শনিবার বিকেল 5ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই শীতল কুমার ও এ এস আই রাবিয়া খাতুন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে বাড়ির পাশে আমবাগান থেকে ইয়াবা সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পোরশা উপজেলার বিষ্ণুপুর রাঙ্গাপুকুর গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী ও মেয়ে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান জানান, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা ফেনসিডিল ইয়াবা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এর আগেও আসিয়া বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy