নাহিদ (নওগাঁ) পোরশা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সুমন(২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার তেলিপাড়া ঠাকুরনতলী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। সুমন নোচনাহার বাজারের আব্দুল মান্নানের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুমন মোটরসাইকেল নিয়ে উপজেলার নোচনাহার ছাতনতলী বাজারে যান। বাজারে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেলিপাড়া ঠাকুরনতলী এলাকায় রাস্তার বাঁকে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার নিচে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ শফিউল আজম খান নিজের মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy