নাহিদ (নওগাঁ) পোরশা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পোরশার মেধাবী ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট ও কিছু বই বিতারণ করেন।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার ফলাফল প্রেরণ। শিশুদের চিত্রাংক প্রতিযোগিতা(প্রাথমিক পর্যায়ে)
১ম স্থান, মোসাঃ রেমি নিতপুর দিয়াড়াপাড়া মডেল সঃ প্রাঃ বিঃ,
২য় স্থান,মোসাঃ রুবাইয়া নিতপুর আলোর পথে সঃ প্রাঃ বিঃ
৩য় স্থান,বৃষ্টি নিতপুর দিয়াড়াপাড়া সঃ প্রাঃ বিঃ
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা(মাধ্যমিক পর্যায়)
১ম স্থান,মোসাঃ শোয়াইবা আক্তার শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় স্থান,মোঃ জাহিদ হাসান নিতপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ
৩য় স্থান,মোসাঃ সনিয়া খাতুন নিতপুর মহিলা আলিম মাদ্রাসা।
১ম স্থান,মোসাঃ জামিলা আক্তার,নিতপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ।
২য় স্থান,নাসিম আক্তার পোরশা সরকারী ডিগ্রী কলেজ।
৩য় স্থান,মোসাঃ মৌসুমি খাতুন নিতপুর মহিলা আলিম মাদ্রাসা।
সেই সাথে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বক্তারা বলেন, ইতিহাস জানবো,ইতিহাস পড়বো, রফিক সোফিক বরকত সালাম সাথে নাম না জানা শহিদ ভাইয়ের ইতিহাস খুজবো,তাদের স্মরণ করবো।
মাগো ওরা চেয়েছিল তোমার মুখের ভাষা কেড়ে নিতে,
ওরা তো জানে না মা কত ভালবাসি তোমায়,দেহে বিন্দু কোণা রক্ত থাকিতে বুকে নিব গুলি,
ওরা পারবেনা মা কেড়ে নিতে মায়ের মুখের বুলি।