পোরশা উপজেলা নিতপুর সদরের দোকানদারগনের প্রাণের দাবী
নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
Facebook Twitter share
দৃষ্টি আর্কষন, খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার (এম.পি)
পোরশা উপজেলা নিতপুর সদরে রাস্তার পার্শ্বে দোকান ঘরগুলি গুড়িয়ে দেয়ার কারণে এবং নিতপুর সদরে রাস্তার দুই পার্শ্বে মালিকানাধীন জায়গা ও মার্কেট না থাকার ফলে অনেক দোকানদার বেকার হয়ে পড়েছে।
Surjodoy.com
নিতপুর খাদ্যগুদাম হইতে নিতপুর মাদরসা মোড় পর্যন্ত একটি সরকারি মার্কেট নির্মাণ করা হলে নিতপুর সদরের সোর্ন্দয, উন্নয়ন ও দোকানদারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রকাশ থাকে যে, দোকানগন ঘর নির্মাণের অর্থ (জামানত হিসাবে) প্রদানে আগ্রহী।
ইহার ফলে একদিকে সরকারি কোষাধক্ষে দোকান ভাড়ার টাকা জমা হইবে অন্যদিকে নিতপুর সদরের সোর্ন্দয, উন্নয়ন ও দোকানদার দের কর্মসংস্থান বৃদ্ধি পাইবে। ইহায় নিতপুর সদরের দোকানদারগনের প্রাণের দাবী।
The Daily surjodoy
ইতিপূর্বে আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, সাবেক পোরশা উপজেলা চেয়ারম্যান ও রফিকুল ইসলাম সেলিম, উপজেলা নির্বাহী অফিসার, পোরশা উক্ত জায়গায় একটি মার্কেট নির্মাণ করার জন্য উদ্ধেগ গ্রহণ করিয়া ছিলেন কিন্তু কিছু উন্নয়ন বিঘ্নকারী ব্যক্তিগনের কারণে মার্কেট নির্মাণ কাজ করা সম্ভব হয় নাই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy