নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলা সহকারি কমিশনা(ভূমি) জাকির হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে সহকারি কমিশনা(ভূমি)’র করোনা আক্রান্তের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েকদিন থেকে সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সম্মুখ কাজ করছিলেন। এর ফলে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা পরীক্ষার জন্য ১৩ এপ্রিল নমুনা প্রদান করেন।
পরে ২১এপ্রিল তার করোনা ফলাফল পজেটিভ আসে। ফলে তিনি সরকারী নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। করোনা আক্রান্ত হয়েছেন নিশ্চিত করে সহকারি কমিশনা(ভূমি) জাকির হোসেন জানান,
তিনি নিজ বাসাতে আছেন এবং সুস্থ্য আছেন। তার স্ত্রী এবং সন্তান ভাল আছেন এবং তাদের করোনা ফলাফল নেগেটিভ এসেছে বলে জানান। তার সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়মিত যোগাযোগ করছেন বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy