প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৩, ৬:২৮ পি.এম
পোরশা নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজে পাঠদান করলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল

নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ পরিদর্শনে গিয়ে শ্রেণি পাঠদান করলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম।
সোমবার সংশ্লিষ্ট স্কুলে গিয়ে তিনি নবম ও দশম শ্রেণিতে এ পাঠদান করেন। এসময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
তিনি ছাত্র-ছাত্রীদের ডাক্তার, প্রকৌশলী, বড় কর্মকর্তা ও রাজনৈতিক নেতা হওয়ার আগে আদর্শবান ব্যক্তিত্ব অর্জন করার পরামর্শ প্রদান করেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে ধারন করে লেখাপড়ায় মনোযোগী হওয়া রআহবান জানান।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক জহির উদ্দিন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy