নাহিদ উল ইসলাম পোরশা(নওগাঁ)সংবাদদাতা:
নওগাঁর পোরশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কর্মরত তিন কর্মচারী একই স্থানে যুগ পার করছেন। ফলে অনেকেই বিরুপ প্রতিক্রিয়া ব্যাক্ত করছেন। কর্মচারী তিনজন হলেন কমপাউন্ডার আমিরুল ইসলাম পরবর্তীতে উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা, ড্রেসার শরিফুল ইসলাম ও অফিস সহায়ক গোপাল চন্দ্র দাশ।
এদের মধ্যে আইমরুল ইসলাম ১৯৯৮ সাল থেকে, শরিফুল ইসলাম ২০০৪ সাল থেকে ও গোপাল চন্দ্র দাশ ২০১২ সাল থেকে উক্ত দপ্তরে কর্মরত আছেন। দির্ঘ্যদিন একই স্থানে থাকার কারনে তারা অফিসিয়াল কোন নিয়মনীতির তোয়াক্কা করছেনা বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এছাড়াও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ উপজেলার বিভিন্ন খামারীদের ২০২০ ও ২০২১ সালের সরকারি প্রনোদনার অর্থ একই পরিবারে একাধীক ব্যক্তি ও খামারী নন এমন ব্যক্তিকেও দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আর এসমস্ত প্রণোদনা গ্রহনকারি খামারীদের তালিকা তাদের নির্দেশেই হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে।
এছাড়াও দির্ঘ্যদিন একই স্থানে চাকুরীর সুবাদে ওই তিনজন কর্মচারী নিজেদের পশু ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে পশু চিকিৎসার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে। আর এই অর্থ দিয়ে তারা স্থানীয় ভাবে জমি ক্রয় থেকে শুরু করে আম বাগান করেছেন বলে সূত্রটি জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তারা গ্রামে গিয়ে নিজকে ডাক্তার পরিচয় দিয়ে গরু, ছাগল চিকিৎসা করে ২০০-১০০০টাকা পর্যন্ত মালিকদের কাছ থেকে নিচ্ছেন। টাকা না দিলে তারা গরু, ছাগল দেখেন না বলে জানান তারা।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মরত একজন কর্মচারী জানান, উল্লেখিত তিন কর্মচারির মধ্যে অফিস সহায়ক গোপাল চন্দ্র দাশ প্রাণিসম্পদ কর্মকর্তাও চেয়েও ক্ষমতাধর।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ওই তিনজন কর্মচারি কিভাবে একই স্থানে কয়েক বছর থেকে চাকরি করছেন তা তার বোধগম্য নয়। তবে তাদের তিনজনকে উক্ত অফিসের শৃংখলা রক্ষাতে অন্যত্র বদলী করা দরকার বলে তিনি মনে করছেন।
এবিষয়ে মোবাইলফোনে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলামকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নি। টেলিফোনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন জানান,
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy