তানভীর আহাম্মেদ সোনারগাঁও প্রতিনিধি :
ঢাকা কলেজে সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির সহ-সম্পাদক এবং সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ছগীর আহম্মেদ বলেছেন, আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলাম। ছাত্র জীবনে রাজনীতির পাশাপাশি আমার কলেজের অনেক ছাত্রকে নিজের সাধ্যমতো উপকার করার চেষ্টা করেছি। এখনও নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। এবার আপনাদের দোয়া ও সমর্থন পেলে আপনাদের সেবা করার জন্য আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো।
আজ (৯ সেপ্টেস্বর) বিকালে পৌরসভার ছাপেরবন্দ এলাকাবাসীর উদ্যেগে শেখ রাশেল স্টেডিয়ামে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সোনারগাঁ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এলাকা। সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য সারা বিশ্বে পরিচিত। বহি: বিশ্বের অনকে পর্যটক আসেন আমাদের সোনারগাঁ কে দেখতে। এসে তারা রাস্তাঘাট ও অবকাঠামো দেখে হতাশা বোধ করেন। তাদের মধ্যে তৈরী হয় সোনারগাঁ সর্ম্পকে বিরূপ ভাব। সে বিরূব ভাব থেকে আমাদের বেড়িয়ে এসে সোনারগাঁয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেজন্য একজন বিচক্ষণ মেয়রের প্রয়োজন। যিনি সোনারগাঁ কে সুন্দর করে সাজাতে পারবেন। তাই আমি সোনারগাঁও পৌরসভার মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সে জন্য আপনারা আমাকে দোয়া ও সমর্থন দিবেন বলে আশা করছি। আপনাদের সমর্থন ও পাশে নিয়েই মেয়র পদে লড়বো ইনশাল্লাহ।
শাহজালালের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সেলিম হোসাইন, কবির আহম্মেদ দেলোয়ার হোসেন, মিলন প্রধান, জাহানঙ্গীর হোসেন, মনির হোসেন, জাহানঙ্গীর সিকদার, ইব্রাহীম মিয়া, দেলোয়ার হোসেন দিলু প্রমূখ
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy