নিরেন দাস,জয়পুরহাটঃ-
১৪ ফেব্রুয়ারি আসন্ন আক্কেলপুর পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসরের বিরুদ্ধে মিথ্যা অপ্রচার ও ভিক্তিহীন সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ প্রকাশ করাই মাননীয় হুইপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন- এমপির নির্দেশে উন্নয়নের স্বার্থে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অপরাজনীতি ফিরিয়ে আনতে জয়পুরহাটের আক্কেলপুরে মুক্তিযোদ্ধা,তিন প্রেসক্লাবের সভাপতি/ সাঃসম্পাদক,দুই বাজাারে দুই বনিক সমিতির সভাপতি/সাঃসম্পাদক সহ স্থানীয় সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৭-ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আক্কেলপুর পৌরসভা কার্যালয়ে সকলের মতামত ও সিদ্ধান্ত নিয়ে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু কে আহবায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইদুল কবিরাজ ও আক্কেলপুর সরকারি মুজিবর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোকসেদ আলী কে যুগ্ম- আহবায়ক করে ৩০ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
যা আগামীকাল (১৮ এ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় আক্কেলপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটির কার্যক্রম শুরু করা হবে।
নাগরিক কমিটি গঠনকালে উপস্থিতি বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মাস্টার,নবনির্বাচিত মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী বিরেন চন্দ্র দাস,আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফি,বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্রপ্রসাদ আওগরয়ালা রাজু, পুরাতন বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,কলেজ বাজার বনিক সমিতির সভাপতি শফি কাজী,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা প্রতিনিধি শিবেন্দ্রনাথ মণ্ডল সহ আরো অনেকেই।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..