তানভীর আহাম্মেদ, সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত বলেছেন, রাস্ট্রনায়ক শেখ হাসিনার মনোনীত প্রার্থীই হবে আমাদের সকলের প্রার্থী। গত শনিবার বিকালে পৌরসভার টিপরদী রাজধানী হোটেলে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ২০১১ সালের পৌরসভা নির্বাচনের প্রার্থী গাজী মুজিবুর রহমানকে নিয়ে একটি মত বিনিময় সভা করেন সাবেক এমপি কায়সার হাসনাত ও নেতাকর্মীরা। সে মত বিনিময় সভাকে কেন্দ্র করে সোনারগাঁয়ের কিছু অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়াতে একটি সংবাদ প্রকাশ করা হয় সেখানে বলা হয় সাবেক এমপি কায়সার হাসনাত আগামী পৌর নির্বাচনে গাজী মুজিবুর রহমানকে তিনি দলীয় প্রার্থী দাবি করে সমর্থন জানিয়েছেন। সেই নিউজের সুত্র ধরে গতকাল শনিবার রাত ১১ টা ৪৮ মিনিটে ফেসবুক লাইফে এসে সাবেক এমপি কায়সার হাসনাত তার সমর্থন ও বক্তব্য স্পষ্ট করেন। লাইফে এসে তিনি বলেন প্রিয় এলাকাবাসী ও পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিভিন্ন অনলাইন পোর্টাল ও নিউজ মিডিয়ার একটি সংবাদ আমার দৃষ্টি আকর্ষন করেছে এবং আমার ধারণা আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে বলা হয়েছে আমি একজন প্রার্থীকে সমর্থন করেছি। কিন্তু মত বিনিময় সভা ছাড়াও আমি কোন মিডিয়া বা সাংবাদিককে কোন ব্যক্তিকে সমর্থন করেছি তা বলেনি কোন সাংবাদিকও আমাকে প্রশ্ন করেনি। পৌর নির্বাচনের ধারপ্রাপ্তে এসে এ ধরনের সংবাদ আমাদের তৃনমুল নেতাকর্মী ও সার্বিক রাজনীতির ক্ষতির কারণ বলে আমি মনে করি। আমি সকলের উদ্দেশে একটি কথা স্পষ্ট করে বলতে চাই। রাস্ট্রনায়ক শেখ হাসিনার একমাত্র সামান্য কর্মী হিসেবে দল যাকে মনোনয়ন দিয়ে প্রার্থী ঘোষনা করবে আমি নিঃশ্বার্থ ভাবে তার হয়ে কাজ করবো। আওয়ামীলীগের মনোনয়ন একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। এসময় এসে এ ধরনের সংবাদ প্রকাশ দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তী সৃষ্টি করবে। আমি আশা করি এ ধরনের সংবাদ থেকে সকল মিডিয়া বিরত থাকবেন। এসময় তিনি তার নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন এ ব্যাপারে আপনারা সব সময় সজাগ দৃষ্টি রাখবেন।