প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২১, ৬:১৮ পি.এম
পৌর নির্বাচন সামনে রেখে নৌকার সমর্থনে যুবলীগে প্রচারনা
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
আগামী ১৪ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকার সমর্থনে কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের প্রচারনা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় নির্বাচনী প্রচারনা ও যুব সমাবেশে জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মার্মা এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
এসময় বক্তব্য আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেন, আগামী ১৪ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের জয় করতে সবাইকে কাজ করতে হবে। বান্দরবানে নৌকার জয় ছিল এবং আগামীতে ও নৌকার জয় হবে।
প্রচারনা ও যুব সমাবেশ এসময় সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, তথ্য ও গবেষনা সম্পাদক মীর মহিউদ্দিন, উপ-ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহমান, সহ-সম্পাদক মোঃ নাসির উদ্দিন মিন্টু, সদস্য কায়কোবাদ ওসমানী, সদস্য অধ্যাপক বিমান বড়–য়া, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য মোরশেদুল আলম, আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ ওমর ফারুক, মহিলা কাউন্সিলর এমেচিং মার্মাসহ জেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইদিকে বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার মধ্যমপাড়া এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় নেতৃবৃন্দরা আওয়ামীলীগের দলীয় মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে ভোট চেয়ে প্রচারনা করে।
উল্লেখ্যঃ ১৪ ফেব্রুয়ারী বান্দরবানে পৌর নির্বাভন অনুষ্ঠিত হবে। বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ ৫ জন প্রাথী। অপরদিকে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে লড়ছেন ২৯ জন পুরুষ প্রার্থী এবং সংরক্ষিত আসনের তিনটি পদে ৭ জন নারী প্রার্থী। এইদিকে পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৭২৯ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬০৯ জন, মহিলা ভোটার ১৩ হাজার ১২০ জন ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy