মীর মোঃ আতিকুজ্জামান,জয়পুুরহাট প্রতিনিধি:
কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার নির্দেশ এই শ্লোগানকে সামনে রেখে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে ধান কাটা কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাটে অসহায়,দরিদ্র কৃষকের ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলে দিল জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
বুধবার (১০ মে) সকাল ১০ টা থেকে বিকেল পৌনে ৩ টা পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলার নিশির মোড় গ্রামের কৃষক মতিয়র রহমান দুদু"র এক বিঘা জমির ধান কেটে সেসব ধান গুলো মারাই করে দেন তারা। পরে তা ওই কৃষকের বাড়িতে নিজ খরচে পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, মাহমুদুর রহমান রিপন, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, বি: ও প্রযুক্তি সম্পাদক শাহিদুল ইসলাম সুজন, কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুনিরসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে গরীব অসহায়,দরিদ্র যেসব কৃষক টাকার অভাবে শ্রমিক দিয়ে ধান কেটে বাড়িতে নিতে পারছেন না, তাদের ধান কেটে ও তা মাড়াই করে বাড়িতে পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে।তারই ধারাবাহিতায় জয়পুুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচি বাস্তবায়নে অসহায়,দরিদ্র কৃষকদের ধান কাটা মারাই কর্মসূচি শুরু করেছে বলেও তিনি বলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy