তৌহিদুল ইসলাম সরকার:ময়মনহিংহ- থেকে,
"ব্যাংকের সিঁড়িতে থামছে না, প্রতিবন্ধী বৃদ্ধ আজিজের কান্না শুনছে না কেউ! ” এই শিরোনামে ফেসবুকে আমার একটি সচিত্র লেখা প্রকাশের একদিন পর সেই আব্দুল আজিজের জন্যে একজন বাড়িয়েছেন সহযোগিতার হাত।
তিনি হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির নির্বাচিত সদস্য মো: আলমগীর কবির দোলন।
২০ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে নান্দাইল পৌরসভাস্থ বালিয়াপড়া মহল্লায় প্রতিবন্ধী আব্দুল আজিজের বাড়িতে, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার:সভাপতি-শাহ্ আলম ভূইয়া,সহ- সভাপতি মো: গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুলবুল প্রমুখ,প্রতিবন্ধী বৃদ্ধ আজিজের বাড়িতে গিয়ে,সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মো: আলমগীর কবির দোলন প্রদত্ত মানবিক সহায়তার অর্থ, প্রতিবন্ধী বৃদ্ধ আজিজের হাতে তুলে দেন।
নগদ অর্থ সহযোগিতা পেয়ে আব্দুল আজিজ আবারও কান্না শুরু করলেন। তবে এবারের কান্নাটা তাঁর খুশি আর আনন্দের।
বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে একটু সহযোগিতার হাত বাড়ালে মানুষ যে এতো খুশি হয়, সত্যিই তা অকল্পনীয়। মহান আল্লাহ তা'আলার দরবারে নি:সন্তান দম্পতি আব্দুল আজিজ ও তাঁর স্ত্রী মনিরা খাতুনের শুকরিয়ার যেন শেষ নেই।
উর্ধ্ব আকাশ লক্ষ্য করে
দুই হাতে মোনাজাত ধরে আব্দুল আজিজ বলছেন, হে আল্লাহ তুমি বড়ই মহান। আমিন, আমিন, আমিন।
উল্লেখ্য, গত ১৮ই ফ্রেরুয়ারী ২০২১ইং (বৃহস্পতিবার) নান্দাইল উপজেলা শাখার কৃষি ব্যংক থেকে সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে হেনস্থা ও বিড়ম্বনার শিকার হন কার্ডধারী আব্দুল আজিজ।
এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে অসহায় আব্দুল আজিজের আকুতি অনেকের মানবিক দৃষ্টি কাড়ে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy