শাহানূল হাসান,
প্রতিবন্ধী জান্নাতের স্বপ্ন পূরণ হলো না
ছোটবেলা থেকেই নিজের একটি ঘরে বসবাস করার প্রবল স্বপ্নে বিভোর ছিলেন শারীরিক প্রতিবন্ধী ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বিরুনীয়া গ্রামের তাইজুদ্দিনের ছেলে জান্নাত হাসান (১৯)। কিছুদিন আগে তার নামে উপজেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের একটি ঘর বরাদ্দ হয়। উপজেলা প্রশাসন ইতোমধ্যেই তার নামে বরাদ্দকৃত সেই ঘরটির দলিলসহ যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দিয়েছে। ঘরের নির্মাণকাজও শতভাগ সম্পন্ন, এখন শুধু আনুষ্ঠানিক হস্তান্তর করার কাজ বাকি। কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার আগেই বৃহস্পতিবার সকালে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়িচাপায় প্রতিবন্ধী জান্নাত হাসান নিহত হন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে জান্নাত হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেন পাড় হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়িচাপায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, সকালে গাড়িচাপায় জান্নাত আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, সড়ক দুর্ঘটনায় জান্নাত হাসানের মৃত্যুর খবর পাওয়ার পর মনটা খারাপ হয়ে গেছে। অসহায়ত্বের কথা জেনে তার নামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর বরাদ্দ দিয়ে তাকে যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছিল। ঘর হস্তান্তরের বিষয়টিও প্রক্রিয়াধীন ছিল। তার আগেই চলে গেলেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy