প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর
তৌফিকুল ইসলাম,কালাই,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের কালাইয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসুস্থ ৮ জনের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৮ জুলাই) দুপুরে কালাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অসুস্থ ব্যক্তিদের মাঝে এসব অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জনপ্রতি ২০ হাজার টাকা হারে ১০ জনের জন্য মোট ২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক আসলেও এদের মধ্যে ইতোমধ্যে দুজন ব্যক্তি মারা যাওয়ায় ওই দুটি চেক সংশোধনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত থেকে অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মিনফুজুর রহমান মিলন,কালাই পৌরসভার মেয়র রেবেকা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,অধ্যক্ষ মনোয়ার হোসেন মণ্ডল, মিস মেরী, সিনজুনুর রহমান এলিনসহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা।
Leave a Reply