আবুল কালাম আজাদ প্রতিনিধি (চট্টগ্রাম) দক্ষিণ
চট্রগ্রামের লোহাগাড়ায় ২১ এপ্রিল সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল চুনতি বাগান পাড়ায় ৪ খানি জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন।
লকডাউনে শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে ৪ খানি(৮০গন্ডা) জমির পাকা ধান কাটতে পারছিলেন না চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বাগান পাড়ার কৃষক মুহাম্মদ মহসিন। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। খবর পেয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে ছাত্রলীগের একটি টিম সেখানে ছুটে যান।
টিমের অন্য সদস্যরা হলেন ছাত্রলীগ নেতা রাহাত বিন নাসির,তামরিন হোসাইন, লোহাগাড়া উপজেলার বঙ্গবন্ধু শিশুমেলার সহ- সভাপতি ফয়সাল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, শেখ ছোটন,কামাল উদ্দিন, ছাত্রলীগ কর্মী মোহাম্মাদ রাকিব।
এরশাদুর রহমান রিয়াদ জানান, ছাত্রলীগের জন্ম হচ্ছে দেশের যে কোন ক্লান্তিলগ্নে দেশ ও জনগণের পাশে দাড়ানো বর্তমানে দেশে করোনা পরিস্থিতির কারণে কৃষকরা পাকা ধান ঘরে তুলত খুবই কষ্ট হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত কৃষকদের পাশে আমরা ছাত্রলীগের নেতৃবৃন্দরা সবসময় পাশে থাকবো
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..