প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২১, ১০:২৫ পি.এম
প্রধানমন্ত্রীর উপহারের বাড়ী পরিদর্শনে জেলা প্রশাসক
প্রধানমন্ত্রীর উপহারের বাড়ী পরিদর্শনে জেলা প্রশাসক
শাহিন আলম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুরে ভূমিহীন ও গৃহহীনদেন নির্মিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ।
সোমবার বিকেলে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর খেলার মাঠ এলাকায় আশ্রয়ন-২ প্রকল্পের ১৩০ টি বাড়ি তিনি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও,গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান,বোয়ালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শুকরুদ্দিন সহ স্থানীয় জনসাধারণ।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য নেওয়া এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। ইতিমধ্যে যা দেশের প্রত্যেক জেলা-উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে।
তাই এই কাজে কোনো অনিয়ম, গাফিলতি সহ্য করা হবে না। এসময় তিনি নির্মাণাধীন বাাড়ির কাজে নিয়োজিত মিস্ত্রি,লেবারের সাথে কাজের গুনগত মান নিয়ে কথা বলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy